গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রদক্ষিণ করে কাদেরিয়া স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার।
এর আগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, তৃণমূল নেতাকর্মী ও জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। তারা দাবি জানান, পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন করে মনোনয়ন দিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরাফত হোসেন, জসিম উদ্দিন ভাট, জসিম উদ্দিন দেওয়ান, আসাদুজ্জামান আসাদ,শাহনূর ইসলাম রনি,যুবদল নেতা মোহাম্মদ আলী,সৌমিক সরকার,রাসেল,গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে গাজীপুর-২ আসনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
