গাজীপুরের টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান ছিনতাই, খুনসহ সার্বিক আইন,শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে টঙ্গী কলেজ গেইট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্প এলাকার বিভিন্নস্থানে প্রতিনিয়ত ছিনতাই, হামলা ও খুনের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
আন্দোলনে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন,বিআরটি প্রকল্প এলাকার বিভিন্ন স্থান সন্ধ্যার পর ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পথচারী ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পুলিশের টহল বৃদ্ধি, আলোকসজ্জা উন্নয়ন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বলেন,
“বিআরটি প্রকল্প এলাকার পুরো রুটটি এখন অসহনীয়ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন ছিনতাই, খুন আর বিভিন্ন অপরাধের ঘটনা আমাদের সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। রাত নামলেই মানুষ আতঙ্কে থাকে, রাস্তায় চলাচল করতে ভয় পায়। এ পরিস্থিতি আর চলতে পারে না।
আমরা স্থানীয় প্রশাসনের কাছে দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি এই এলাকায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পর্যাপ্ত টহল, সিসিটিভি নজরদারি, আলোকসজ্জার উন্নয়ন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া পরিস্থিতি পরিবর্তন হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়, আর সেই দায়িত্ব পালনে অবহেলা গ্রহণযোগ্য নয়।”
মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
