গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর মহানগর শাখার অধীনে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি মো. তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন তাজুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. সোহেল সিদ্দিকীকে সভাপতি এবং মো. খোনক মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁদের নেতৃত্বে মোট ২৫ সদস্যের এই আংশিক কমিটি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কমিটির সভাপতি মো. সোহেল সিদ্দিকী বলেন,“আমাদের ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবো।
এবং টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
