Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তিন’শ ফিটে গণসংবর্ধনা,গাজীপুর মহানগর যুবদলের অংশগ্রহণ


 

নিজস্ব প্রতিবেদক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকার তিনশত ফিট এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে গাজীপুর মহানগর যুবদল।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলসহকারে নির্ধারিত স্থানে উপস্থিত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে গণসংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা, যুগ্ম আহ্বায়ক  আকবর হোসেন ফারুক, নাজমুল হোসেন মন্ডল, সুমনসহ থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। 


এ সময় গাজীপুর মহানগর যুবদলের নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা আরও বলেন, যুবদল অতীতের মতো আগামীতেও দেশ ও দলের স্বার্থে রাজপথে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকবে।


গণসংবর্ধনায় অংশগ্রহণের মাধ্যমে গাজীপুর মহানগর যুবদল বিএনপির প্রতি তাদের অঙ্গীকার ও আনুগত্য পুনর্ব্যক্ত করে।