গাজীপুর প্রতিনিধি :
টঙ্গীতে অবস্থিত আল-হেলাল স্কুলের ২৫তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর চেরাগআলী সুরতরঙ্গ রোডে আল-হেলাল স্কুলের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আল-হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানা শাখার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূইয়া, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এবং জামায়াতে ইসলামী নেতা নিয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মাঝে আনন্দের সঞ্চার করে।
বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, নৈতিক শিক্ষা ও আগামী প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং আল-হেলাল স্কুলের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
