গাজীপুর প্রতিনিধি:
পবিত্র বড়দিন উদযাপনকে কেন্দ্র করে গাজীপুর মহানগরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। সভায় পুলিশ কমিশনার পবিত্র বড়দিন উদযাপন উপলক্ষে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, পবিত্র বড়দিন যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে। এ সময় তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাংলাদেশ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং গাজীপুর মহানগরে অবস্থিত বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারী খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ পবিত্র বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতার চান।
