Type Here to Get Search Results !

Footer Copyright

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বাসন মেট্রো থানা যুবদলের শুভেচ্ছা মিছিল


 

গাজীপুর প্রতিনিধি :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে গাজীপুরের বাসন মেট্রো থানা যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকালে গাজীপুর চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে ওয়ারলেস গেটের সামনে গিয়ে শেষ করা হয়। 


শুভেচ্ছা মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক আহ্বায়ক বাসন মেট্রো থানা যুবদল মনিরুজ্জামান মনির,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব বাসন মেট্রো থানা যুবদল নাহিদ চৌধুরী বাবু।


এছাড়াও মিছিলে বাসন মেট্রো থানা যুবদলসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


যুবদল নেতা মাহমুদ হাসান রাজু বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং যুবদল রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও জোরদার করবে।