গাজীপুর প্রতিনিধি : মো: শামীম রেজা
১৬ ডিসেম্বর ২০২৫ : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয পতাকা উত্তলনের মাধ্যমে আল-হেলাল স্কুলের বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১২টি গ্রুপে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারি, স্কুলের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিন, মোর্শেদা পারভিন, মোশারেফ হোসেন, তাহমিনা সুলতানা, খালেদা আক্তার, সালমা আক্তার, সোলায়মান হোসেন, আব্দুল হান্নান, আবুল কাশেম, নাজমুন্নাহার মুন, ফাতেমা আক্তার, শাহীনুর আক্তার, ফরজানা আক্তার, হাফসা আক্তার, শরীফুল ইসলাম, জাহিদুল ইসলাম, আবুল বাশার প্রমুখ।
