Type Here to Get Search Results !

Footer Copyright

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৮ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।


বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হামলার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চক্র হিসেবে পরিচিত ছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।


অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন, এবং ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকার লাবিব উদ্দিনের ছেলে

মোঃ সোহেল রানা, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার লোহাকৈর এলাকার মৃত জসীম উদ্দিন ছেলে মোঃ ইব্রাহিম, শরিয়তপুর জেলার জাজিরা থানার বিলাপুর এলাকার মোঃ সজিব ফকির,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে  মোঃ রবি আলম,গাইবান্ধা জেলার সদর থানার গিদারী গ্রাম এলাকার সেলিম মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া, নরসিংদী জেলার সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার মৃত সুমন মিয়া ও ছেলে সামিউল আদনান,গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন 

লোহাকৈর এলাকার মোঃ আনিছ মিয়ার ছেলে মোঃ আলমগীর ও মেয়ে 

 আঁখি। 

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন বলেন,  মাদক ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Hollywood Movies