পোস্টগুলি

নির্বাচন সামনে রেখে গাজীপুর-২ এ রনির প্রস্তুতি সভা, এক মঞ্চে ৭ প্রার্থী

ছবি
গাজীপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ (টঙ্গী, গাছা ও পুবাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টঙ্গীর মধুমিতা রোডে অবস্থিত টঙ্গী কনভেনশন সেন্টারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে এক মঞ্চে সাতজন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়েছেন। সবাই দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, “আমরা সবাই বিএনপির কর্মী। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন-সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির একমাত্র প্রতীক ধানের শীষ।” তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত। একই সঙ্গে যেসব বিএনপি নেতা এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি, তাদের দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দ্রুত মাঠে নামার আহ্বান জানান বক্তারা। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন...

মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি
  গাজীপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের খেলোয়াড়রা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক।  প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই বিজয়কে অর্থবহ করতে হলে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কেবল দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, আজকের যুবসমাজ ও স্বেচ্ছাসেবকরা দেশের সবচেয়ে বড় শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল অতীতেও জন...

গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত

ছবি
  গাজীপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীতে বর্ণাঢ্য বিজয় র‍্যালী করেছে গাজীপুর মহানগর বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই র‍্যালীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। গাজীপুর মহানগরের রথখোলা এলাকা থেকে শুরু হওয়া বিজয় র‍্যালীটি রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালীর আগে নেতাকর্মীরা মাথায় নানা রঙের ক্যাপ ও হাতে জাতীয় পতাকা নিয়ে সমবেত হন। বিজয় র‍্যালীর নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর–২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি। পরে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। র‍্যালীতে অংশগ্রহণকারীরা ‘লাল-সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’, ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’সহ বিভিন্ন দেশাত্মবোধক স্লোগান দেন। তবে র‍্যালীতে কোনো দলীয় স্লোগান দিতে শোনা যায়নি। কর্মসূচিতে আরও...

মহান বিজয় দিবসে গাজীপুর মহানগর যুবদলের বিজয় র‍্যালী অনুষ্ঠিত

ছবি
স্টাফ রিপোর্টার : আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীতে গাজীপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা লাল-সবুজের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এসময় তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক স্লোগান দেন এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।  এ সময় নেতারা বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়কে সমুন্নত রাখতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। র‍্যালীতে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা,সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিএনপির গণমিছিল

ছবি
  গাজীপুর প্রতিনিধি :  গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রদক্ষিণ করে  কাদেরিয়া স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।  মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার। এর আগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, তৃণমূল নেতাকর্মী ও জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। তারা দাবি জানান, পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন করে মনোনয়ন দিতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক  রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরাফত হোসেন, জসিম উদ্দিন ভাট, জসিম...

জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

ছবি
নিজস্ব প্রতিবেদক: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উত্তরা তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে শহীদ মিনারে পুষ্পার্পণ অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি ও বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  পুষ্পার্পণের পূর্বে একটি রঙিন র‍্যালি বের হয়, যা উত্তরা ৩ নং সেক্টরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং ফ্রেন্ডস ক্লাব মাঠে এসে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেসুর রহমান মাসুম, মোহিবুল্লাহ সোহেল, কমিশনের এম বিল্লাহ শিশির, দেবাশীষ রায়, তানজিরুল, মামুন আহমেদ ফিরোজ এবং কাজী আশরাফুল প্রমুখ। এরপর সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের এই অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধকালীন সাংবাদিকদের অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষ হলেও মুক্তির যাত্রা এখনও চলমান। সমাজে বৈষম্য ও শোষণের শিকার মানুষ আজও বিদ্যমান এবং স্বাধীন দেশে বাঙালি পুরোপুরি মুক্তির স্বাদ পায়নি। বক্তারা আরও উল্লেখ করেন, দেশ...

টঙ্গীর আল-হেলাল স্কুলে বিজয় দিবস উপলক্ষে হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি
গাজীপুর প্রতিনিধি : মো: শামীম রেজা ১৬ ডিসেম্বর ২০২৫ : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয পতাকা উত্তলনের মাধ্যমে আল-হেলাল স্কুলের বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর স্কুলের  শিক্ষার্থীদের অংশগ্রহণে  প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১২টি গ্রুপে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  প্রতিযোগিতা শেষে স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারি, স্কুলের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিন, মোর্শেদা পারভিন, মোশারেফ হোসেন, তাহমিনা সুলতানা, খালেদা আক্তার, সালমা আক্তার, সোলায়মান হোসেন, আব্দুল হান্নান, আবুল কাশেম, নাজমুন্নাহার মুন, ফাতেমা আক্তার, শাহীনুর আক্তার, ফরজানা আক্তার, হাফসা আক্তার, শরীফুল ইসলাম, জা...