নির্বাচন সামনে রেখে গাজীপুর-২ এ রনির প্রস্তুতি সভা, এক মঞ্চে ৭ প্রার্থী
গাজীপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ (টঙ্গী, গাছা ও পুবাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টঙ্গীর মধুমিতা রোডে অবস্থিত টঙ্গী কনভেনশন সেন্টারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে এক মঞ্চে সাতজন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়েছেন। সবাই দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, “আমরা সবাই বিএনপির কর্মী। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন-সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির একমাত্র প্রতীক ধানের শীষ।” তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত। একই সঙ্গে যেসব বিএনপি নেতা এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি, তাদের দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দ্রুত মাঠে নামার আহ্বান জানান বক্তারা। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন...