Type Here to Get Search Results !

Footer Copyright

মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


 

গাজীপুর প্রতিনিধি :


মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের খেলোয়াড়রা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।


ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক। 


প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই বিজয়কে অর্থবহ করতে হলে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কেবল দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব।


তিনি আরও বলেন, আজকের যুবসমাজ ও স্বেচ্ছাসেবকরা দেশের সবচেয়ে বড় শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল অতীতেও জনগণের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

সকল ভেদাভেদ ভুলে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 


অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহ আলম খানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তি ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষপর্বে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।