Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার


 

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।


রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।


এ বিষয়ে একই দিন দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় জনৈক মিরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক তুহিন মিয়া ও সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের কক্ষ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।


এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tags