স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. শহিদুল্লাহ খান। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদান এবং অসহায় পরিবারের মাঝে মানবিক সহযোগিতা করা হয়েছে।
গত কয়েকদিন ধরে কামালপুর ইউনিয়নের কনে কান্দা ও বালিঝুরি এবং বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড়, ফকির পাড়া, ভাটি পাড়া ও পূর্ব বাট্টাজোড় এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পাশাপাশি পুরান বাট্টাজোড় তালীমুল কোরআন মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. শহিদুল্লাহ খান বলেন,
শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদের উচিত মানবিক দায়িত্ব থেকে অসহায়দের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজসেবামূলক এমন কর্মকাণ্ড আরও বিস্তৃত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
