গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক ও প্রভাবশালী যুবনেতা সাজেদুল ইসলাম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভাসছেন। তার জন্মদিনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার।
ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সহযোদ্ধারা পোস্ট, স্ট্যাটাস ও ব্যানারের মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেছেন।
নেতাকর্মীদের মতে, সংগঠনের প্রতি তার নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি গাজীপুর মহানগরে যুবদলের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে যুবদলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলেও তারা মন্তব্য করেন।
জন্মদিন উপলক্ষে পাওয়া এই ভালোবাসা ও শুভকামনায় কৃতজ্ঞতা প্রকাশ করে সাজেদুল ইসলাম বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতেও সংগঠনকে শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।
