গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে সিফাত (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দুপুর দেড়টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন সংলগ্ন চট্টগ্রামগামী রেললাইনে এই ঘটনা ঘটে।নিহত সিফাত গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড় রামপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি মিরপুর এলাকায় একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এর ৩য় বর্ষের ছাত্র।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মিরপুর যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হন সিফাত। পরে বেলা দেড়টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগার সিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে ভুল ট্রেনে উটে পরেছিলেন তিনি। পরে টঙ্গী রেলওয়ে জংশন এলাকা অতিক্রম কালে ভুল ট্রেন বুঝতে পেরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পরেন তিনি।
এবিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
