পোস্টগুলি

টঙ্গীতে সাংবাদিক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

ছবি
গাজীপুর প্রতিনিধি  “মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত জেগে উঠেছে সাংবাদিক ও সুশীল সমাজ” মতপ্রকাশের স্বাধীনতার উপর ক্রমাগত আঘাত এবং স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক, সাংবাদিক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী প্রেসক্লাব ও সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভা ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৬টায় টঙ্গী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।  টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন  সভাপতিত্বে এবং সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান শোভন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমাদ রবিন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাহা, দৈনিক নওরোজ পত্রিক...

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

ছবি
  গাজীপুর প্রতিনিধি গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।সোমবার টঙ্গীর আহসানউল্লাহ সরকার কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।হাসান উদ্দিন সরকার গাজীপুর-২ আসনে প্রার্থী বদল করার দাবি জানান এবং ছোট ভাই ও শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকারকে সমর্থন দেন।  এ সময় হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর-৬ আসন বিলুপ্তির মাধ্যমে গাজীপুর-২ আসনের বাস্তবতা আমূল পরিবর্তিত হয়েছে। আপিল বিভাগের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনের নবগঠিত গাজীপুর-৬ আসন বাতিল হয়ে পূর্বাবস্থায় গাজীপুর-২ আসনে ফিরে এসেছে। এর ফলে গাজীপুর-২ আসনের রাজনৈতিক, ভৌগোলিক ও নির্বাচনি বাস্তবতা মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। বর্তমান কাঠামোয় গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ, যা এটিকে দেশের অন্যতম বৃহৎ, জটিল ও চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত করেছে। গাজীপুর-২ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনিকে; যিনি গাজীপুরের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে।তখন ...

গাজীপুরে নগর সৌন্দর্যবর্ধনে ব্যানার–ফেস্টুন অপসারণ ও সৃজনশীল গ্রাফিক্স

ছবি
  গাজীপুর প্রতিনিধি :  পরিবর্তনের পক্ষে এবং একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে গাজীপুর মহানগর ছাত্রদলের তত্ত্ববধায়নে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে করে গাজীপুর সদর হাসপাতাল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।  গাজীপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে স্থাপিত পিলারগুলোতে আকর্ষণীয় গ্রাফিক্স অঙ্কন ও ব্যানার,ফেস্টুন অপসারণের মাধ্যমে তিনি ‘পরিবর্তনের জন্য রনি (Rony For Change)’ শীর্ষক বার্তা তুলে ধরছেন। এসব গ্রাফিক্সে ফুটে উঠছে উন্নয়ন, গণতন্ত্র, অধিকার ও পরিবর্তনের আহ্বান। স্থানীয়দের মতে, রাস্তার পাশের পিলারগুলোতে এমন সৃজনশীল গ্রাফিক্স অঙ্কন শহরের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে নতুন করে রাজনৈতিক সচেতনতা তৈরি করছে। অনেকেই এই উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে  এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “দেশ ও সমাজের কাঙ্...

তথ্যবাণী” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্পাদকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

ছবি
  গাজীপুর প্রতিনিধি : মিডিয়াভুক্ত জাতীয় সাপ্তাহিক তথ্য বাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক প্রয়াত আমিনুল হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমিনুল হক ছিলেন একজন আদর্শ সাংবাদিক ও মানবিক মানুষ। সমাজ ও সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ও তথ্য বাণীর প্রধান সম্পাদক নাছির উদ্দীন বুলবুল, দৈনিক নওরোজ-এর জেলা প্রতিনিধি বায়োজিদ আহমেদ, গাজীপুর মহানগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বৃহত্তম গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিকুর রহমান হাজী মুছা, পুবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি ও পুবাইল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী, ঢাকাস্থ লক্ষীপুর সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন প...

মেইন স্টেজ ইনকরপোরেটেডের বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ছবি
   স্টাফ রিপোর্টার : দেশের ইভেন্ট ও এন্টারটেইনমেন্ট খাতে কাজ করা প্রতিষ্ঠান (Main Stage Inc) মেইন স্টেজ ইনকরপোরেটেডের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।  ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন কনসার্ট ও ইভেন্ট আয়োজনের নামে প্রতিষ্ঠানটি ১২ হাজারের বেশি টিকিট বিক্রি করলেও নির্ধারিত সময়ে ইভেন্ট আয়োজন করতে ব্যর্থ হয়েছে। অভিযোগে বলা হয়, একাধিক ইভেন্ট বাতিল বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলেও টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়নি। বরং ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।  ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,  ঘটনার পর (Main Stage Inc) মেইন স্টেজ ইনকরপোরেটেড তাদের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মন্তব্যের সুযোগ সীমিত বা বন্ধ করে দেয়, যাতে ক্ষতিগ্রস্তরা প্রকাশ্যে অভিযোগ জানাতে না পারেন। ভুক্তভোগীরা আরও জানান, প্রতিষ্ঠানটি অতীতে একাধিকবার নাম ও ব্র্যান্ড পরিবর্তন করেছে, যা তাদের কাছে পুরো কার্যক্রমকে আরও সন্দেহজনক করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা গেলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আন...

ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ছবি
  ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে শিগগিরই ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “এই হামলার সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলাকে সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে দেখছে। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদি বর্তমানে ক্রিটিক্যাল কন...

গাজীপুর-৬ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে বিশাল মিছিল

ছবি
  গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা জানান, তফসিল ঘোষণার পর এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়ায় রনি’র বিজয় আরও নিশ্চিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান তুলেন এবং এলাকার ভোটারদের মাঝে বিএনপির পক্ষে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর হক সুবেল প্রধানসহ আরো অনেকেই।