আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে আসন্ন ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠের খেলা সামনে রেখে গতকাল আসরটির মাসকট ‘ডানা ৩৬’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। দুদিকে ডানা প্রসারিত করে একটি পায়রা দাঁড়িয়ে আছে। রঙিন সেই পায়রাটি যেন তারুণ্যের প্রতীক।
গতকাল সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনার অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে গতকাল অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এ আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে ‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর লোগো এবং আসন্ন বিপিএলের অফিশিয়াল মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্রসংস্কারে এগিয়ে যাওয়াই এ তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এ আয়োজন সফল করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সব সময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই। তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদের ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যতই মতভেদ থাকুক না কেন খেলাধুলার ক্ষেত্রে আমরা সবাই একত্র হয়ে যাই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন, জাহানারা আলম, ফুটবলার তপু বর্মণ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, কায়সার হামিদসহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা।
মিউজিক ফেস্টের অধীনে বিপিএলের তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিনটি কনসার্ট আয়োজন করা হবে। বিপিএল চলাকালীন প্রতি শুক্র ও শনিবার আটটি করে ছেলে ও মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজন করা হবে। এছাড়া অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল কাপও এ সময় আয়োজিত হবে।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।