Type Here to Get Search Results !

ওয়েবসাইট ও মোবাইল থেকে যেভাবে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আসন্ন ঈদুল ফিতরের আগেই প্রকাশ হতে পারে। ফল প্রকাশ করা হবে অনলাইনে।  বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, চলতি মাসেই ফল প্রকাশের চেষ্টা করছি আমরা। ঈদের আগে না পরে তা বলা যাচ্ছে না। তবে ফল প্রকাশের কাজ চলছে। ওএমআর শিট স্ক্যানিং চলছে কিনা এমন জানতে চাইলে তিনি বলেন, আমরা কাজ করছি। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির একটি সূত্র জানায়, যত তাড়াতাড়ি সম্ভব ফল প্রকাশ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঈদের আগেই ফল প্রকাশ করা হতে পারে। কোনো কারণে দেরি হলে ঈদের ঠিক পরপরই ফল প্রকাশ করা হবে।  এদিকে ঢাকা বোর্ড সূত্র জানায়, কর্মকর্তারা ফল প্রস্তুত করতে তোড়জোড় কাজ চালিয়ে যাচ্ছেন। ফল প্রস্তুতের জন্য অনেকে বোর্ডে অবস্থান করছেন। ফল প্রস্তুতে এগিয়ে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। এদিকে করোনার বন্ধেও দাখিল পরীক্ষার ফল প্রকশের কাজ শুরু করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। করোনাভাইরাস সংক্রমণ রোধে জনজীবন স্থবির হয়ে পড়লে দাখিল পরীক্ষার খাতার ফল প্রস্তুত করার কাজ চলছে। ফল তৈরি করতে কর্মকর্তা কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে সেটা সম্ভব হয়নি। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। অনলাইনে ফলাফল পেতে হলে ফল প্রকাশের পর মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) যেতে হবে। সেখানে পরীক্ষার্থীর রোল নম্বর ও পরীক্ষার বছর, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল পাওয়া যাবে। ওই ওয়েবসাইটে গেলে একটি ছক সম্বলিত ঘর আসবে, সেখানে প্রথমে কোন পরীক্ষা, পরীক্ষার বছর, তারপর বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর তার নিচে রোল নম্বর এবং তারও নিচে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সেটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরই জানা যাবে ফলাফল। সাধারণত পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইটে অধিক ট্রাফিক আসায় ফলাফল জানতে দেরি হতে পারে। তবে এবার বিকল্প হিসেবে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে। বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), MAD (মাদ্রাসা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট), DIN (দিনাজপুর)। যেমন, কেউ ঢাকা শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এসএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে SSC DHA XXXXXX 2020। এদিকে দাখিল পরীক্ষার ফলাফল জানতে DHAKIL লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরে ফিরতি এসএমএসেই জানা যাবে ফলাফল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad