Type Here to Get Search Results !

ফ্রি ওয়াইফাই ব্যবহারের ১১ নিরাপত্তা টিপস


শপিং
মল/অফিস থেকে শুরু করে ক্যাফে/কমিউনিটি সেন্টার সব জায়গায়ই এখন ফ্রি ওয়াইফাইয়ের জয়জয়কার। সবাই হরহামেশা এমন ফ্রি ওয়াইফাই ব্যবহার করলেও আমরা সবসময়ই নিরুৎসাহিত করে আসছি। তবুও, একান্ত যদি ফ্রি ওয়াইফাই ব্যবহার করতেই হয় তাহলে মেনে চলুন এই ১১ নিরাপত্তা টিপস:
১। রেস্টুরেন্ট কিংবা কোথাও বেড়াতে গিয়ে আবাসিক হোটেলে অবস্থানকালীন সেই প্রতিষ্ঠানের নামে ফ্রি ওয়াইফাই পেলেও একবার জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিন – এটি আসলেই তাঁদের দেয়া সেবা কি না?
২। ফ্রি ওয়াইফাই সংযুক্ত হয়ে কেবল ব্রাউজ করুন, অনলাইনে কেনাকাটা বা একান্ত কোনো তথ্য মেসেজে না পাঠানোই ভালো।
৩। সম্ভব হলে ভিপিএন ব্যবহার করুন।
৪। ব্রাউজার অ্যাডনস থেকে নিরাপদ সাইট যাচাইয়ে এইচটিটিপিএস এভরিহয়ার ব্যবহার করুন।
৫। অনিরাপদ ওয়াইফাইয়ে সংযুক্ত হওয়া প্রতিহত করতে অটো-কানেক্ট বন্ধ করে দিন।
৬। ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে অবশ্যই কম্পিউটার ও মোবাইল ফোনে ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
৭। যাবতীয় অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তায় টুএফএ তথা লগইন করতে গেলে মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ নিশ্চিত করুন।
৮। ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ব্যাংকিং, বিল পরিশোধ কিংবা অনলাইন ট্রান্সফার ইত্যাদি করবেন না।
৯। ফ্রি ওয়াইফাই ব্যবহার করার আগে ডিভাইসের ফায়ারওয়াল চালু করে নিন।
১০। ব্রাউজারের সেটিংস থেকে ট্র্যাকিং ও লোকেশন ‘অফ’ করে দিন।
১১। কাজ শেষ হওয়ামাত্র ওয়াইফাই বন্ধ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad